শুক্রবার (৯ মে) রাত সাড়ে ৭টায় রিপোর্টার্স ইউনিটিতে নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান আব্দুল লতিফ বাচ্চু।
নতুন মেয়াদে পরিচালক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন শাহীন সুমন। তিনি ১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহীন কবির টুটুল, তিনি পেয়েছেন ১৮০ ভোট।
আরও পড়ুন: রহস্য ফাঁস করতে আসছে ‘গুলমোহর’
নির্বাচনে বিভিন্ন পদে নির্বাচিতরা হলেন: সহ-সভাপতি পদে আবুল খায়ের বুলবুল, উপমহাসচিব কবিরুল ইসলাম রানা, কোষাধ্যক্ষ সাইমন তারিক, প্রচার, প্রকাশনা ও দফতর সচিব ওয়াজেদ আলী বাবলু, আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি বন্ধন বিশ্বাস, সাংস্কৃতিক ও ক্রীড়া মুস্তাফিজুর রহমান মানিক নির্বাচিত হন।
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ছটকু আহমেদ, শাহাদাৎ হোসেন লিটন, পল্লী মালেক, জাকির হোসেন রাজু, বজলুর রাশেদ চৌধুরী, সাঈদুর রহমান সাঈদ, হাবিবুল ইসলাম হাবিব, জয়নাল আবেদীন (জয় সরকার)।