পরিকল্পনা, দলের অবস্থা ও সাম্প্রতিক বিতর্ক নিয়ে সময় সংবাদের সঙ্গে কথা বলেছেন নারী দলের কোচ

২ দিন আগে
দেশের নারী ক্রিকেটে চলছে টানাপোড়েন। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও কিছু কর্মকর্তাকে নিয়ে পাহাড়সমান অভিযোগ উঠেছে। যার তদন্ত চলমান। এরমধ্যেই বিসিবির নারী বিভাগের নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে; আব্দুর রাজ্জাকের জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন বোর্ড পরিচালক রুবাবা দৌলা।

এরইমধ্যে বাতিল হয়েছে ডিসেম্বরের ভারত সিরিজ। জানুয়ারিতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। সেখানে সুযোগ পেতে হলে নারী ক্রিকেটারদের করতে হবে পারফর্ম। সম্প্রতি শেষ হওয়া এনসিএল ও বিসিএল টি টোয়েন্টিতে যারা ভালো করবে, তারাই সুযোগ পাবে জাতীয় দলের ক্যাম্পে। নারী ক্রিকেটের টালমাটাল মুহূর্তে এক সাক্ষাৎকারে সময় সংবাদকে দলের অবস্থান জানালেন প্রধান কোচ সারোয়ার ইমরান।


সময় সংবাদ: ভারত সিরিজ বাতিল হয়ে গেছে, এই সময়ে মেয়েদের নিয়ে পরিকল্পনা কী?

সারোয়ার ইমরান: ক্যাম্প চলবে। টি-টোয়েন্টি বিসিএল আছে। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, বাছাইপর্ব খেলতে হবে। এসব নিয়েই পরিকল্পনা।

সময় সংবাদ: নারী ক্রিকেটে সাম্প্রতিক সময়ে যেসব ঘটনা ঘটছে, সেগুলো কি দলের মধ্যে কোনো প্রভাব ফেলবে?

সারোয়ার ইমরান: যাদের কথা বলা হচ্ছে, তারা দলে কেউ নেই। যা বলা হচ্ছে, সেগুলো ২০২২ সালের ঘটনা। এই বিষয়ে বিশেষ করে আমার বলার কিছু নেই।


সময় সংবাদ: যারা দলে আছে, যাদের নিয়ে কথা হয়েছে, তাদের মানসিক অবস্থা কী?

সারোয়ার ইমরান: খেলোয়াড় তো একজনই—অধিনায়ক। আর বাকি যাদের নিয়ে কথা হচ্ছে, তারা সবাই অফিসিয়াল।

সময় সংবাদ: অধিনায়ক মানসিকভাবে প্রস্তুত হয়ে উঠতে পারবেন কি না?

সারোয়ার ইমরান: পারা উচিত, যেহেতু সে পেশাদার খেলোয়াড়। সামাজিকভাবে হেয় হয়েছে। সত্য হোক বা মিথ্যা—জিনিসটা তো প্রচার হয়ে গেছে। একটু সময় তো লাগবেই।


আরও পড়ুন: জয়-সাদমানের ফিফটি, তৃতীয় দিন শেষে বাংলাদেশের লিড ছাড়াল ‘৩৫০’


সময় সংবাদ: অফিসিয়ালরা যদি দোষী প্রমাণিত হন, এতে কি দলে প্রভাব পড়বে? কারণ তারা অনেকদিন দলের সঙ্গেই ছিলেন, দলের মেলবন্ধনের ব্যাপার আছে। আপনার কী মনে হয়?

সারোয়ার ইমরান: আমার মনে হয়, মেয়েরা আগের চেয়ে বেশি পেশাদার। নিজেদেরটা বুঝতে শিখেছে। আমার মনে হয় না বড় কোনো প্রভাব পড়বে। তবে আপনি যেটা আশা করছেন, সামান্য হলেও হতে পারে। তবুও মনে হয় না কেউ বাদ পড়বে (অফিসিয়ালরা)।

সময় সংবাদ: খুব অল্প সময় ধরে আপনি দলের সঙ্গে আছেন। দলে পক্ষপাতিত্ব বা ‘সিন্ডিকেট’ নিয়ে যেসব কথা হচ্ছে এমন কিছু কি দেখেছেন?

সারোয়ার ইমরান: সিন্ডিকেট যেগুলো বলছে, ওগুলো আগে যারা বাদ পড়েছে। এখন আমি মনে করি, যে বাদ পড়েছে- সুমনা (জান্নাতুল সুমনা), যেটা নিয়ে অনেক কথা হয়েছে। এখানে আমি ছিলাম। স্পিন বোলিং কোচের মতামত প্রথমে নেওয়া হয়েছে। ফিজিও, ফিটনেস ট্রেনারসহ সবাই আলাপ করেছে। শেষে স্পিন বোলিং কোচের মতামত নিয়ে আমি, শিপন (নির্বাচক) এবং নাজমুল আবেদিন ফাহিম ছিলাম তখন। আমি আর শিপন মিলে সিদ্ধান্ত নিই। এটা একটা কারণ ছিল, আগেই সংবাদ সম্মেলনে বলেছি। আমি কখনওই বলিনি সে খারাপ বোলার।


সময় সংবাদ: বিশ্বকাপ বাছাইপর্ব ঘিরে যে ক্যাম্প হবে, সেখানে কতজন বা কারা থাকছেন? সামনের বিশ্বকাপ বাছাইপর্ব নিয়ে আপনি কতটা আশাবাদী?

সারোয়ার ইমরান: আমি এখনও বসিনি বিষয়টা নিয়ে। নির্বাচকের সঙ্গে কয়েক দিনের মধ্যে বসবো। টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের জন্য কিছু খেলোয়াড় পরিবর্তন হবে। এখানে একক কোনো পছন্দ নয়, পারফর্মেন্স বিবেচনায় রাখা হবে। এনসিএল ও বিসিএল টি টোয়েন্টিতে যারা ভালো করবে তারাই থাকবে।


সময় সংবাদ: ওয়ানডে বিশ্বকাপে আপনি বলেছিলেন, ব্যাটিংয়ে ঘাটতি আছে। টি-টোয়েন্টি তো আরও গুরুত্বপূর্ণ। আপনার মনে হয় না ভালো ব্যাটিং কোচ এলে দলের জন্য ভালো হবে? কারণ দীর্ঘদিন ধরে ব্যাটিংয়ে তেমন কোনো পরিবর্তন নেই।

সারোয়ার ইমরান: এটা তো আপেক্ষিক ব্যাপার। ‘ভালো ব্যাটিং কোচ’ কে, এটা আগে বুঝতে হবে। নাসির উদ্দিন ফারুক ভালোই কাজ করছে। মেয়েদের সঙ্গে লেগেই থাকে। আমি যে জিনিসগুলো বলি, সেগুলো করে। নিজে থেকেও করে। ঘাটতি তো আছেই, এত দিনের অভ্যাস এত দ্রুত যাবে না। তারপরও কিছু নতুন খেলোয়াড় আসছে, যারা ওভার দ্য টপ খেলতে পারে। আমরা চেষ্টা করবো টি-টোয়েন্টিতে তাদের সুযোগ দিতে।

]]>
সম্পূর্ণ পড়ুন