পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীর পরিবার পলাতক

২ সপ্তাহ আগে
ভাবির সঙ্গে পরকীয়ায় বাধা দেয়ায় নির্যাতনের পর ঝর্ণা খাতুন (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা করে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার পর স্বামীর পরিবারের সবাই পলাতক রয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে পাবনা সদর থানায় নিহতের চাচা খোয়াজ উদ্দিন বাদী হয়ে চারজনের নামে একটি মামলা দায়ের করেন। এর আগে সকালে মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারকে হস্তান্তর করা হয়।


বুধবার (১৮ জুন) দুপুরের দিকে চর বলরামপুর এলাকার বাসা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।


মৃত ঝর্ণা খাতুন সদরের ভাঁড়ারা ইউনিয়নের কদমতলা এলাকার মকশেদ আলী প্রামাণিকের মেয়ে। অভিযুক্ত হিরুক প্রামাণিক চর বলরামপুরের শহীদ প্রামাণিকের ছেলে।


মামলার আসামিরা হলেন: নিহতের স্বামী হিরুক প্রামাণিক, শ্বশুর শহীদ প্রামাণিক, শাশুড়ি আম্বিয়া খাতুন, ভাবি সোহাগি খাতুন।


অভিযোগ সূত্রে জানা গেছে, নিহত ঝর্ণা খাতুনের সঙ্গে চর বলরামপুর এলাকার শহীদ প্রামাণিকের হিরুক প্রামাণিকের সঙ্গে পারিবারিকভাবে ৪ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে কোনো ঝামেলা ছিল না। এরপর বড় ভাই শাহীনের স্ত্রী সোহাগির সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়ানোর পর থেকে ঝর্ণা খাতুনকে শারীরিক ও মানসিকভাবে নানা ধরনের নির্যাতন করত। মাঝেমধ্যে নির্যাতন সহ্য করতে না পেরে বাবার বাড়িতে চলে যেত। ঘটনার দিন সকালের দিকে ভাবির সঙ্গে পরকীয়ার বিষয়ে কথা বললে স্ত্রী ঝর্ণা খাতুনকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। এরপর পরিবারের সব সদস্য মিলে তাকে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে পরিবারসহ পালিয়ে যায়। এরপর থানায় খবর দেয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।


আরও পড়ুন: মায়ের পরকীয়ার বলি দেড় বছরের নূসরাত, গলা টিপে হত্যার স্বীকারোক্তি


নিহত ঝর্ণা খাতুনের ভাই রুবেল হোসেন বলেন, ‘ভাবির সঙ্গে পরকীয়া সম্পর্ক বাধা দেয়াতে নির্যাতন করা হতো। সেদিনও ভাবি সঙ্গে পরকীয়া নিয়ে কথা বলায় তাকে নির্যাতনের মাধ্যমে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছিল। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে পুরো পরিবার পালিয়ে বেড়াচ্ছে।’


সঠিক তদন্ত করে হত্যাকারীকে দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি করেন তিনি।


পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে আত্মহত্যা প্ররোচনা উল্লেখ করে ৪ জনের নামে মামলা দায়ের করেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে। তখন হত্যা মামলায় রূপান্তর হবে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন