পরকীয়া করলে পাথর নিক্ষেপ করে মারার আইন করব: অপু বিশ্বাস

৩ সপ্তাহ আগে
সম্প্রতি একটি ঈদের অনুষ্ঠানে অংশ নেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। সে অনুষ্ঠানে অংশ নিয়ে নানা আলাপচারিতার পাশাপাশি পরকীয়া বিষয়টি নিয়ে কথা বলেন অভিনেত্রী।

যেকোনো অনৈতিক সম্পর্কের ঘোর বিরোধী এ চিত্রনায়িকা। আবারও তার প্রমাণ দিলেন অভিনেত্রী। জানালেন পরকীয়া নিয়ে ক্ষোভের কথা।

 

ঈদ অনুষ্ঠানে অংশ নিয়ে র‌্যাপিড ফায়ার নামে এক সেগমেন্ট খেলেন অপু। সেখানে অপুর কাছে জানতে চাওয়া হয়, কোনো সুপার পাওয়ার পেলে অভিনেত্রী কী করবেন?

 

জবাবে এ নায়িকা বলেন, ‘পরকীয়াটা বন্ধ করব। এমন আইন জারি করব যে, ১০ জনের সামনে পাথর নিক্ষেপ করে মারা হয়।’

 

এরপর অপুর কাছে জানতে চাওয়া হয়, জীবনের কোন অভ্যাসটি পরিবর্তন করে ফেলতে চান তিনি। জবাবে এই অভিনেত্রী বলেন, ‘মানুষকে খুব বেশি বিশ্বাস করে ফেলি, মনের সব কথা বলে ফেলি। এই অভ্যাসটা পরিবর্তন করা দরকার।’

 

আরও পড়ুন: ‘পরকীয়া’ আর ‘সম্পত্তি’ শব্দ শুনে যা বললেন অপু বিশ্বাস

 

ব্যক্তি জীবনে ভালোবেসে ঢালিউড মেগাস্টার শাকিব খানের সঙ্গে ঘর বাঁধেন অপু বিশ্বাস। কিন্তু সে ঘর ভেঙে যায় ২০১৮ সালে। এরপর শাকিব বিয়ে করেন চিত্রনায়িকা শবনম বুবলীকে। কিন্তু সে সংসারেরও ইতি টানেন শাকিব খান।

 

আরও পড়ুন: শাকিবকে মেনশন করে যা বললেন অপু বিশ্বাস 

]]>
সম্পূর্ণ পড়ুন