মঈনুদ্দিন ভোটহাট গ্রামের নুর ইসলামের ছেলে। মঈনুদ্দিনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে ভূরুঙ্গামারীর পাথরডুবী ইউনিয়নের তালুক মশালডাঙার এক মেয়ের (২০) সঙ্গে মঈনুদ্দিনের (৩০) বিয়ে হয়। বিয়ের এক বছর পর সিঙ্গাপুর চলে যান মঈনুদ্দিন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, অভিযুক্ত আটক
স্বামীর অনুপস্থিতিতে পরকীয়ায় জড়ান ওই নারী। পরিবারের লোকজন বিভিন্নভাবে বুঝিয়েও তাকে পরকীয়া থেকে ফেরাতে পারেননি। পরে গত ৪ ডিসেম্বর দেশে ফিরে আসেন মঈনুদ্দিন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহের সৃষ্টি হয়।
শনিবার রাতে স্বামী ও স্ত্রী বড় বোনের বাড়িতে (বাগভান্ডার গ্রামে) দাওয়াত খেতে যান। বোনের বাড়িতে গিয়েও স্বামীর সঙ্গে ঝগড়া বাধায় ওই নারী। ঝগড়ার একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায় নতুন ব্লেড দিয়ে তার স্বামীর গলা কেটে দেন ওই নারী।
আরও পড়ুন: ময়মনসিংহে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের মৃত্যুদণ্ড
পরে গুরুতর অবস্থায় পরিবারের লোকজন মঈনুদ্দিনকে উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।