পবায় হিমাগারে ২ হাজার ২শ’ বস্তা আলু জব্দ

৩ সপ্তাহ আগে
রাজশাহীর পবার রহমান হিমাগার থেকে ২ হাজার ২শ’ বস্তা আলু জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে ক্রেতাদের উপস্থিতিতে খোলা বাজারে ডাকের মাধ্যমে সেই আলু বিক্রি করা হয়। এ আলু কেনা নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) পবা উপজেলার রহমান হিমাগারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন- নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান।


ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গত ৩০ নভেম্বরের পর হিমাগারে আলু রাখা যাবে না- এই সরকারি আদেশ বাস্তবায়নে পবার খিদিরপুরের রহমান কোল্ড স্টোরেজে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। সেখান থেকে ২ হাজার ২শ’ বস্তা আলু জব্দ করা হয়। পরে ক্রেতাদের উপস্থিতিতে খোলা বাজারে ডাকের মাধ্যমে প্রতি কেজি আলু ৩৯ টাকা দরে বিক্রি করা হয়। এসময় স্বল্পমূল্যে আলু কেনা নিয়ে ক্রেতাদের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৫ জন আহত হন। পরে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি শান্ত হয়।

আরও পড়ুন: রাজশাহীতে প্রায় ২ হাজার বস্তা আলু জব্দ, খোলা বাজারে বিক্রি


পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, জব্দ করা আলুর ক্রেতারা প্রতি কেজি ৩৯ টাকা দরে কিনে খুচরা বাজারে ভোক্তাদের কাছে প্রতিকেজি ৪৫ টাকা দরে বিক্রি করবে।
এর দুদিন আগে পবা উপজেলার দুটি হিমাগার থেকে ১৯৫৭ বস্তা আলু জব্দ করে ভ্রাম্যমান আদালত। উপজেলা প্রশাসনের ভাষ্য, গত মৌসুমে মজুতদাররা প্রতি কেজি ১৮ থেকে ২০ টাকা দরে কিনে প্রায় ৮৫ লাখ বস্তা আলু হিমাগারে রেখেছেন। স্টোরেজে রাখার জন্য খরচ হয় বস্তাপ্রতি ১৮০ টাকা থেকে ৩৪০ টাকা। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন