গত বছর অস্ট্রেলিয়ায় বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ধারাবাহিকভাবে ব্যর্থ পন্ত মেলবোর্ন টেস্টেও অপরিপক্কতার পরিচয় দিলে ধারাভাষ্যকক্ষ থেকেই তিনবার স্টুপিড শব্দটি উচ্চারণ করেছিলেন গাভাস্কার। সেই শব্দটিকে ‘সুপার’ এ রূপান্তরের জন্য পন্তকে খেলতে হয়েছে দুটি সেঞ্চুরির ইনিংস। ইংল্যান্ডের বিপক্ষে গতকাল শেষ হওয়া হেডিংলি টেস্টের দুই ইনিংসেই শতক হাঁকিয়েছেন তিনি। ভারত যদিও ম্যাচটিতে ৫ উইকেটে হেরে গেছে।
প্রথম ইনিংসে ১৩৪ রান করার পর দ্বিতীয় ইনিংসে পন্ত করেছেন ১১৮ রান। ভারত যদিও ম্যাচটি ৫ উইকেটে হেরে গেছে। তবে পন্তের খেলা দেখে অভিভূত দলটির সাবেক কোচ গ্রেগ চ্যাপেল। পন্তের অপ্রচলিত শটের বাহার দেখে বড়সড় একটা মন্তব্যই করে বসেছেন তিনি। পন্ত নাকি ক্রিকেটকে নতুন করে আবিষ্কার করছেন।
আরও পড়ুন: ইংল্যান্ড-ভারত হেডিংলি টেস্টে যত রেকর্ড
মুম্বাইয়ে একটি প্রমোশনাল ইভেন্টে চ্যাপেল বলেন, ‘(পন্তের ব্যাটিংয়ের) সৌন্দর্য হলো সে খুব দ্রুত রান করে, যা আপনাকে ক্রিকেট ম্যাচ জেতার জন্য সময় দিবে। তার অসাধারণ পারফরম্যান্স ছিল- এমসিসির কোচিং ম্যানুয়ালটি শেষবার যখন দেখেছিলাম, পন্তের খেলা কিছু শট সম্ভবত ছিল না। সে খেলাটিকে পুনরায় আবিষ্কার করছে।’
চ্যাপেল যোগ করেন, ‘আপনারা জানেন যে, আধুনিক প্রযুক্তিতে ব্যাটগুলো অন্য রকম। এমন সব শট খেলতে পারবেন, যেগুলো পুরনোটি দিয়ে সম্ভব নয়। তাকে (পন্তের খেলা) দেখা রোমাঞ্চকর। আপনি বুঝতে পারবেন না যে প্রথম বল থেকে ও কী খেলবে। পেসারদের বলে সে ডাউন দ্য উইকেটে লাফাবে অথবা পড়ে গিয়ে র্যাম্প শট খেলবে। ধারণাই করা যাবে না ও কী খেলবে।’