স্থানীয়রা জানান, শিশুটির বয়স অনুমানিক ছয় থেকে সাত বছরের মধ্যে হবে। তার গায়ে সাদা রঙের একটি স্যান্ডো গেঞ্জি ও পরনে কমলা রঙের একটি হাফ প্যান্ট রয়েছে। শিশুটির ডান পায়ের গিরায় কালো কাপড় দিয়ে পেঁচানো রয়েছে।
স্থানীয় গ্রামপুলিশ হজরত চৌধুরী জানান, উজান থেকে (রাজবাড়ী, দৌলতদিয়া) ভেসে আসার সময় মরদেহটি প্রথমে দেখতে পাই। বর্তমানে ওই এলাকায় পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে শ্রমিকরা নদীভাঙন রোধে বালিভর্তি জিওব্যাগ ফেলার কাজ করছিলেন। পরে ওই শ্রমিকদের সহায়তায় মরদেহটি নদী থেকে তোলা হয়।
আরও পড়ুন: বাউফলে নিখোঁজের পরদিন ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নর্থচ্যানেল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোস্তফা জানান, মরদেহটি ডাঙ্গায় তোলার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ তিনি ফোন দিয়ে বিষয়টি জানান। তবে মৃত ওই শিশুটিকে এলাকাবাসীর কেউ চিনতে পারেনি।
এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, কবিরপুর খেয়াঘাটের কাছে পদ্মা নদী দিয়ে ভেসে আসা একটি শিশুর মরদেহ এলাকাবাসী পাড়ে তুলেছেন বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্ত করাসহ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

৪ সপ্তাহ আগে
৭








Bengali (BD) ·
English (US) ·