রোববার (২২ ডিসেম্বর) ভোরে এ তথ্য নিশ্চিত করেন বরিশাল নদী বন্দর কর্মকর্তা আবদুর রাজ্জাক।
জানা গেছে, শনিবার বরিশাল থেকে যাত্রী বোঝাই করে কীর্তনখোলা-১০ ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। অপরদিকে, ঢাকা থেকে প্রিন্স আওলাদ-১০ নামের একটি লঞ্চ বরিশালের নদীপথে রওনা হয়। পথে পদ্মানদীর চাঁদপুরের হরিনা এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয় লঞ্চ দুটির। ঘন কুয়াশায় দুর্ঘটনার প্রাথমিক কারণ জানিয়ে কোনো যাত্রী হতাহত হয়নি বলে দাবি পোর্ট কর্মকর্তাদের।
আরও পড়ুন: ব্যাগ খুলতেই উড়ে যায় টাকা, ধরতে গিয়ে লঞ্চ থেকে পড়লেন নারী
বরিশাল নদী বন্দর কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, ‘রাতেই কীর্তনখোলা ১০ লঞ্চ ঢাকার পথে ছেড়ে যায়৷ তবে, লঞ্চ প্রিন্স আওলাদ বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় শুভরাজ নামে আরেকটি লঞ্চ যাত্রীদের উদ্ধার করে রোববার সকালে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়।