বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ও চরচান্দ্রা এলাকার হাজরা চ্যানেলের পদ্মা নদী থেকে তাদের আটক করা হয়। এ সময় একটি ড্রেজারও জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, মুন্সিগঞ্জ জেলার মৌছা এলাকার মৃত দলিল ফরাজির ছেলে মজিবর ফরাজি (৫০) ও বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার চরডাইয়া এলাকার আব্দুর সালাম বেপারির ছেলে ইমান হোসেন(৩৫)।
আরও পড়ুন: পাবনায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনের সাজা
নৌ পুলিশ সূত্র জানায়, শিবচর উপজেলার কাঁঠালবাড়ি চরচান্দ্রা এলাকার পদ্মা নদীতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো একটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যায় চরজানাজাত নৌ পুলিশ। এ সময় বালু উত্তোলনের দায়ে মজিবর ফরাজি ও ইমান হোসেন নামের দুজনকে হাতেনাতে আটক করে নৌপুলিশ। এছাড়া মায়ের আশীর্বাদ নামের একটি ড্রেজার জব্দ করা হয়। পরে আটকৃতদের শিবচর থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে মাদারীপুরের শিবচরের চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম খান বলেন, ‘অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নৌপুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’