বুধবার (১২ নভেম্বর) ভোরে পদ্মা নদীর চরকর্ণেশনা এলাকার চর মজলিসপুর এলাকা থেকে জেলে কৃষ্ণ হালদারের জালে মাছটি ধরা পড়ে।
জানা গেছে, জেলে কৃষ্ণ হালদার তার সঙ্গীদের নিয়ে ভোর রাতে পদ্মা নদীর চরকর্ণেশনা এলাকার চর মজলিসপুরে জাল ফেললে ওই জালে ১৯ কেজি ওজনের বড় একটি কাতল মাছ ধরা পড়ে। পরে কৃষ্ণ হালদার বিক্রির জন্য চকু মোল্লার আড়তে তুললে উন্মুক্ত নিলামে ২ হাজার ৮০০ টাকা কেজি দরে ৫৩ হাজার ২০০ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।
আরও পড়ুন: বাইপাইলে পাইকারি বাজারে মাছের দাম কমলেও বেড়েছে খুচরা বাজারে
মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ জানান, ‘পদ্মা নদীর বড় কাতল মাছের চাহিদা রয়েছে। এজন্য বেশি দাম দিয়ে মাছটি কিনে মোবাইলে যোগাযোগ করে কুষ্টিয়ার কুমারখালীর এক ব্যবসায়ীর কাছে ২ হাজার ৯০০ টাকা কেজি দরে ৫৫ হাজার ১০০ টাকায় মাছটি বিক্রি করেছি। ক্রেতার ঠিকানায় বিশেষ ব্যবস্থায় মাছটি পাঠিয়েও দিয়েছি।’
জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, ‘পদ্মা নদীর পানি কমার সঙ্গে সঙ্গে জেলেদের জালে বড় আকৃতির বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। জেলেরা মাছগুলো বিক্রি করে লাভবান হচ্ছেন।’
]]>
২ সপ্তাহ আগে
১১






Bengali (BD) ·
English (US) ·