বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ জেলেদের কাছ থেকে মাছগুলো কিনে এক প্রবাসীর কাছে বিক্রি করেন।
মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, ‘ভোরে পদ্মা নদীর চর কর্ণেশন এলাকায় জেলে জাহাঙ্গীরের জালে আড়াই কেজি ওজনের ইলিশ মাছটি ধরা পড়ে। পরে সকাল ৬ টার দিকে তিনি মাছটি নিয়ে বিক্রির জন্য দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট এলাকায় আসেন। সেখানে তার কাছ থেকে আমি ৪ হাজার ৫০০ টাকা কেজি দরে ১১ হাজার ২৫০ টাকায় মাছটি কিনে নিই। মাছটি আমার আড়তে এনে বিক্রির জন্য ফেসবুকে পোস্ট করি। এরপর ধামরাইয়ের কালামপুর এলাকার সিঙ্গাপুর প্রবাসী আবুল কালাম ভাই মোবাইল ফোনে যোগাযোগ করে আমার কাছ থেকে ৪ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ১২ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেন।
আরও পড়ুন: আপন চাচাতো ভাইয়ের মেয়ে কি মাহরাম?
অন্যদিকে, ভোরে চর কর্ণেশন এলাকায় জেলে সালামের জালে ধরা পড়ে ৫ কেজি ৭০০ গ্রাম ওজনের দুটি রিটা মাছ। তার কাছ থেকে আমি মাছ দুটি ৪ হাজার ৫০০ টাকা কেজি দরে ২৫ হাজার ৬৫০ টাকা দিয়ে কিনে আনি। এ মাছ দুটিও আমার কাছ থেকে সিঙ্গাপুর প্রবাসী আবুল কালাম ভাই কিনে নিয়েছেন। এ মাছ দুটি ৫ হাজার টাকা কেজি দরে ২৮ হাজার ৫০০ টাকা বিক্রি করেছি। ইলিশ ও রিটা মাছ দুটি প্রবাসী আবুল কালাম ভাইয়ের বাড়ির ঠিকানায় বিশেষ ব্যবস্থায় পাঠিয়ে দিয়েছি।’
]]>