পদ্মায় স্পিডবোটের তলা ফেটে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু, আহত ৮

৫ দিন আগে
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পদ্মা নদীর গোপালপুর ঘাট থেকে মৈনট ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি স্পিডবোট ডুবে দুর্গা রায় (৫৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আট যাত্রী।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে এ দুর্ঘটনা ঘটে।


জানা গেছে, বিকাল সাড়ে ৫টার দিকে গোপালপুর ঘাট থেকে স্পিডবোটটি ছেড়ে যাওয়ার পর পদ্মা নদীর অপরপাড়ের মৈনট ঘাটের কাছাকাছি পৌঁছালে প্রচণ্ড ঢেউ আর কড়াল স্রোতে পড়ে বোটটির তলা ফেটে গিয়ে পানি উঠে ডুবে যায়।


এ সময় স্পিডবোটের ১৮ জন যাত্রী প্রায় আধা ঘণ্টা যাবৎ পদ্মায় ভেসে ছিলেন। পরে স্থানীয়রা ছুটে গিয়ে দুর্ঘটনা কবলিত যাত্রীদের উদ্ধার করেন।


মৃত দুর্গা রায় উপজেলার জয়দেব সরকারের ডাঙ্গি গ্রামের বিমল চন্দ্র রায়ের স্ত্রী।


আরও পড়ুন: ফরিদপুরে দেশীয় অস্ত্র নিয়ে কিশোর গ্যাংয়ের স্পিডবোট মহড়া


আহত সিকমা আক্তার (২০), লক্ষণ রায় (০৩), মারিয়া আক্তার (২৫) ও মাসুদ আলমসহ মোট ৮ যাত্রীকে উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রজিউল্লাহ খান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে যাই এবং নৌবাহিনীকে অবহিত করি।’


চরভদ্রাসন ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার গোলাম মুর্তজা বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করি।’


চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত হাসপাতালে ছুটে আসি এবং স্বজনদের খোঁজখবর নিচ্ছি। বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি। এ ঘটনায় যদি কারও অবহেলা প্রমাণিত হয় তবে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’


চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ননী গোপাল হালদার দুর্গা রায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন