পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধে ফের ধস, নদীগর্ভে ৮ স্থাপনা

৪ সপ্তাহ আগে
শরীয়তপুরের জাজিরার মাঝিরঘাট এলাকায় পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের ১৫০ মিটার এলাকায় আবারও ধস দেখা দিয়েছে। এতে নদীতে বিলীন হয়েছে পাঁচটি বসতঘর ও তিনটি ব্যবসা প্রতিষ্ঠানসহ মোট ৮টি স্থাপনা।

সোমবার (৭ জুলাই) বিকেল ৫টার দিকে হঠাৎ করে এই ভাঙনের ঘটনা ঘটে। 

 

ভাঙনের হাত থেকে বাঁচতে তীরবর্তী এলাকাবাসী ও ব্যবসায়ীরা অন্তত ১৫টি ঘর ও স্থাপনা সরিয়ে নিয়েছেন। হঠাৎ ধসে পড়া এলাকায় এখন আতঙ্ক বিরাজ করছে।

 

স্থানীয়রা জানান, এর আগেও অন্তত দুইবার এই বাঁধে ভাঙন দেখা দেয়। সেসব ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম চললেও তা শেষ হতেই না হতেই এবার আবারও প্রায় ১৫০ মিটার অংশ ধসে পড়ে।

 

আরও পড়ুন: শরীয়তপুরে পুনর্বাসনের অনিশ্চয়তায় পদ্মা তীরের আড়াই শতাধিক পরিবার

 

জানা যায়, পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষায় ২০১২-১৩ অর্থবছরে প্রায় ১১০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় দুই কিলোমিটার দীর্ঘ এই তীর রক্ষা বাঁধ। তবে নির্মাণের এক দশকের মাথায় বাঁধটি ক্রমাগত ভাঙনের শিকার হয়ে অস্তিত্ব সংকটে পড়েছে।

 

এ বিষয়ে এলাকাবাসীর দাবি, দ্রুত ও কার্যকর ব্যবস্থা না নিলে পুরো কনস্ট্রাকশন ইয়ার্ড ও আশপাশের এলাকা মারাত্মক হুমকির মুখে পড়বে। তারা নদী শাসন ও দীর্ঘস্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান।

]]>
সম্পূর্ণ পড়ুন