দুর্ঘটনায় অন্তত ৭ থেকে ৮ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর হাইওয়ে পুলিশ।
শনিবার (১ নভেম্বর) সন্ধ্যার দিকে দুর্ঘটনার কবলে পড়ে সাকুরা পরিবহনটি।
আরও পড়ুন: স্টেডিয়ামে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারায় পুলিশের বাস, আহত ২০
মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ওসি মো. জহিরুল ইসলাম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী সাকুরা পরিবহনটি পদ্মা সেতু পার হওয়ার পরে জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় সড়কের উপরে উল্টে যায়। তবে কেন কি জন্য গাড়িটি উল্টে গেছে তা এখনো জানা যায়নি। এ সময়ে ভেতরে থাকা ড্রাইভার-হেল্পার ও যাত্রীসহ মোট ৩৫/৪০ জন ছিলেন। এরমধ্যে ৭/৮ জনযাত্রী আহত হয়। তবে গুরুতর আহত হয়েছে এমন কোনো খবর এখনো আমাদের কাছে নেই।
দুর্ঘটনার পরে একপাশের সড়ক অন্তত ২০ মিনিট যানবাহন চলাচল বন্ধ ছিল।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত
পরে দ্রুত সময়ের মধ্যে পরিবহনটি সরিয়ে যাতায়তের ব্যবস্থা করা হয়। গাড়িটি বর্তমানে শিবচর হাইওয়ে থানায় নেয়া হয়েছে।
]]>
২ সপ্তাহ আগে
৫







Bengali (BD) ·
English (US) ·