পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৫৯ কর্মকর্তা

৩ সপ্তাহ আগে
বাংলাদেশ পুলিশের ৫৯ জন সহকারী পুলিশ সুপারকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেয়া হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
 

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে ৩৪তম, ৩৫তম ও ৩৬তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তাদের পাশাপাশি কয়েকজন বিভাগীয় কোটা থেকে পদোন্নতি পেয়েছেন।
 

আরও পড়ুন: পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল


প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। নতুন পদে যোগদানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র জমা দিতে বলা হয়েছে।


পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

]]>
সম্পূর্ণ পড়ুন