রোববার (১৩ জুলাই) দুপুরে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত পথসভা থেকে ফেরার পথে পিরোজপুর পৌরসভার সামনে হামলার এ ঘটনা ঘটে।
হামলার বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল ইসলাম। তবে এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শহীদ মিনারে অনুষ্ঠিত এনসিপি'র পথসভায় সামনের দিকে ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়ানোকে কেন্দ্র করে শামসের সঙ্গে সেখানে উপস্থিত কয়েকজনের বাগ্বিতণ্ডা হয়। পরবর্তীতে দুপুর সোয়া ১টার দিকে এনসিপি'র কর্মসূচি শেষে ফেরার পথে পিরোজপুর পৌরসভার সামনে শামসের পথ রোধ করে অজ্ঞাত কয়েকজন। এ সময় হাতে থাকা ফেস্টুনের একটি লাঠি দিয়ে শামসের মাথায় আঘাত করে তারা।
আরও পড়ুন: শাপলা প্রতীক না দিলে রাজনৈতিকভাবে মোকাবিলা: নাসীরুদ্দীন পাটওয়ারী
এরপর হামলাকারীরা সেখান থেকে চলে যায়। পরবর্তীতে শামসের সঙ্গে থাকা লোকজন তাকে সেখান থেকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। শামসের ওপর হামলার প্রতিবাদ করতে গেলে তার সঙ্গে থাকা মহিবুল্লাহ (৩০) ও সিয়াম উদ্দিনও (২০) আহত হয়।
মহিবুল্লার বাড়ি পিরোজপুরের কাউখালী এবং সিয়ামের বাড়ি নাজিরপুর উপজেলায়।