শনিবার (২১ জুন) বিকেল পৌনে ৫টার দিকে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনস্থ কুশখালী বিজিবি বিওপির মধ্যস্থতায় পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেয়া হয়।
এর আগে আমুদিয়া চেকপোস্ট দিয়ে যাওয়ার সময় বিএসএফ তাদের আটক করে।
ওই বাংলাদেশিরা হলেন: ঢাকার কামরাঙ্গীর চর উপজেলার মাদ্রাসার গলি গ্রামের বাবু মিয়ার মেয়ে মারিয়া আক্তার (৩৭) ও সেলিম মিয়ার মেয়ে নুসরাত জাহান (১৭), ঢাকার মিরপুরের সিরাজের ছেলে নজরুল ইসলাম (৩৫), সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা গ্রামের বিমল কৃষ্ণ মণ্ডলের মেয়ে রানী মণ্ডল (৩৭), দেবাশীষ মণ্ডলের নয় বছরের মেয়ে রিয়া মণ্ডল ও কালিগঞ্জ উপজেলার তারালী গ্রামের নুর ইসলামের ছেলে জাকির হোসেন (৪২), একই উপজেলার নলতা গ্রামের নুর আলীর ছেলে এনছাফুল ইসলাম (৪০)।
আরও পড়ুন: সীমান্তে টিকটক করতে গিয়ে বিএসএফের হাতে ধরা, পতাকা বৈঠকে ফেরত
এছাড়া আরও রয়েছেন: খুলনা জেলার কয়রা উপজেলার নাকসা গ্রামের মৃত আমির গাজীর মেয়ে নাছিমা বিবি (৩২) ও একই গ্রামের রেজাউল সরদারের চার বছরের মেয়ে সুমাইয়া খাতুন ও ১১ বছরের মেয়ে রোকাইয়া, খুলনা সদরের জয়নাল আবেদীনের মেয়ে তাসলিমা বেগম (৪২), আব্দুর রবের মেয়ে ইয়াসমিন, গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বরাব গ্রামের রহমত আলীর মেয়ে সাথী আক্তার (৩১) ও গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার তালতলা গ্রামের হারাধন রায়ের ছেলে মনিতোষ রায় (৩১)।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, ওই ১৪ জনকে থানা হাজতে রাখা হয়েছে। আগামীকাল তাদের নাগরিকত্ব যাচাই-বাছাই করে স্ব স্ব পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
]]>