পটুয়াখালীতে ৭০ হাজার কেজি জাটকা জব্দ

২ সপ্তাহ আগে
পটুয়াখালীতে নিষেধাজ্ঞা ভঙ্গ করে ধরা ৭০ হাজার ৪৫০ কেজি জাটকা জব্দ করেছে প্রশাসন; যার মূল্য দুই কোটি ৫০ লাখ টাকা। শ‌নিবার (২১ জুন) যৌথ অভিযান চা‌লিয়ে ওই জাটকা জব্দ করা হয়।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা কমান্ডার হারুন-অর-রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে কোস্টগার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদফতরের সমন্বয়ে সেতু টোল প্লাজাসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কুয়াকাটা হতে ঢাকাগামী  সন্দেহজনক ডলফিন, সেভেন ডিলাক্স ও মিজান পরিবহন নামে তিনটি বাসে তল্লাশি করে ৪০ হাজার ৪৫০ কেজি অবৈধ জাটকা জব্দ করা হয়। অবৈধ জাটকার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আটক বাস চালকদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।


আরও পড়ুন: পাথরঘাটায় ৪০ মণ জাটকা জব্দ


অপরদিকে ভোর ৬টার দিকে পটুয়াখালীর হেতালিয়া বাঁধঘাট এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ৩০ হাজার কেজি অবৈধ জাটকা জব্দ করা হয়।


জেলা মৎস‌্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, জব্দকৃত জাটকার মূল‌্য প্রায় দুই কোটি ৫০ লাখ টাকা। পরবর্তীতে জব্দকৃত জাটকা সবার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, গরিব ও দুঃস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন