পটুয়াখালীতে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

৬ দিন আগে
পটুয়াখালী‌র ছোট আউলিয়াপুরে নুরজাহান বেগম (৪৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তার স্বামী নুর মোহাম্মদ হাওলাদারকে আটক করেছে পুলিশ।

রোববার (৫ জানুয়ারি) ভোরে বলাইকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।

 

নুরজাহান বেগ‌মের পুত্রবধূ রো‌জি আক্তার ও নুপুর আক্তার জানান, দ্বিতীয় বি‌য়ে করা নি‌য়ে নুর মোহাম্মদ ও তার স্ত্রীর ম‌ধ্যে বি‌রোধ চল‌ছিল। ঘটনার দিন রাতে তালাক দেয়ার জন‌্য নুরজাহানকে চাপ প্রয়োগ করেন তার স্বামী। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে পুত্রবধূদের মধ‌্যস্থতায় ঝগড়া থামে এবং সবাই ঘু‌মি‌য়ে পড়েন। এরপর রাত ৩টার দিকে নুরজাহান বেগমকে জবাই ক‌রে হত্যা করে পা‌লি‌য়ে যান নুর মোহাম্মদ।

 

আরও পড়ুন: দোকানে টাকা গুনছিলেন ব্যবসায়ী, তুলে নিয়ে গেল মুখোশধারীরা


পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ বলেন, এই ঘটনায় নুর মোহাম্মদকে আমরা আটক করেছি। মামলার প্রস্তুতি চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন‌্য মর্গে পাঠানো হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন