পটুয়াখালীতে যৌথ অভিযানে গলদার সাড়ে ৪ লাখ রেণু জব্দ

২ সপ্তাহ আগে
পটুয়াখালীতে কোস্টগার্ড ও মৎস্য অধিদফতরের যৌথ অভিযানে ৪ লাখ ৪০ হাজার পিস অবৈধ গলদা চিংড়ির রেণু জব্দ করা হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) ভোর ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন পটুয়াখালী একটি বিশেষ অভিযান পরিচালনা করে।


অভিযান চলাকালে পটুয়াখালী ব্রিজ টোলপ্লাজা সংলগ্ন এলাকায় ডলফিন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ এ অবৈধ রেণু জব্দ করা হয়। পরে মেরিন ফিশারি কর্মকর্তার উপস্থিতিতে জব্দ গলদা রেণুগুলো পটুয়াখালীর লাউকাঠি নদীতে অবমুক্ত করা হয়। আটক বাস ও এর চালককে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে কোস্টগার্ড কর্তৃপক্ষ।


আরও পড়ুন: সংকটে গলদা চিংড়ির উৎপাদন!


কোস্টগার্ড জানায়, দেশের উপকূলীয় অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষায় তারা ২৪ ঘণ্টা টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। এতে নদী তীরবর্তী এলাকাসমূহে অপরাধ দমন ও নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

]]>
সম্পূর্ণ পড়ুন