পটুয়াখালীতে যুবদল নেতা মুকুল গ্রেফতার

২ দিন আগে
পটুয়াখালীর গলাচিপায় সংখ্যালঘু পরিবারকে ভয়ভীতি দেখিয়ে এলাকা ছাড়া এবং সাংবাদিককে হুমকির অভিযোগে যুবদল নেতা মেহেদী হাসান মুকুল প্যাদাকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তাকে দল থেকেও বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় চিকনিকান্দি এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


মেহেদী হাসান মুকুল প্যাদা চিকনিকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রত্যাশী ছিলেন। তিনি বিএনপির একজন প্রভাবশালী কর্মী ছিলেন।


এর আগে সোমবার (২০ অক্টোবর) রাতে মাঝগ্রামের বাসিন্দা হিন্দু সম্প্রদায়ের সদস্য দিলীপ দেবনাথ গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।


আরও পড়ুন: শিশুকে ভয় দেখিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণ, যুবদল নেতা গ্রেফতার


জিডিতে তিনি উল্লেখ করেন, মুকুল প্যাদা ও তার ভাই আরিফ হোসেন প্যাদা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। সম্প্রতি তারা দিলীপের বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ, মারধর ও প্রাণনাশের হুমকি দেন। ভয়ে তিনি স্ত্রীকে নিয়ে বাড়ি ছেড়ে থানায় আশ্রয় নেন।


স্থানীয় সাংবাদিকরা ওই দম্পতির সাক্ষাৎকার নেন, যেখানে দিলীপ দেবনাথ জানান, প্রায় ছয় মাস আগে মুকুল প্যাদা তাকে রাস্তা আটকিয়ে দুই লাখ টাকা দাবি করেন। টাকা না দেয়ায় মারধর করে তার একটি পা ভেঙে দেন। তখন থানায় অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি।


পরে এ সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পরদিন সকালে একটি পত্রিকার প্রতিনিধি আরেফিন লিমন ফোনে অভিযুক্ত মুকুল প্যাদার বক্তব্য জানতে চাইলে তিনি সাংবাদিককে অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ভিডিওটি সরিয়ে ফেলতে চাপ দেন।


আরও পড়ুন: নরসিংদীতে সিমেন্ট কারখানায় ভাঙচুর-লুটপাটের মামলায় যুবদল নেতা গ্রেফতার


ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে কেন্দ্রীয় যুবদলের দৃষ্টি আকর্ষণ করে। পরে বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে মেহেদী হাসান মুকুল প্যাদাকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত ব্যক্তি দলের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদফতর সম্পাদক নিময়জুল ইসলাম ভূঁইয়া।


গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, ‘হিন্দু পরিবারকে ভয়ভীতি দেখানো ও সাংবাদিককে হুমকি দেয়ার ঘটনায় অভিযুক্ত মুকুল প্যাদাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
 

]]>
সম্পূর্ণ পড়ুন