রোববার (৫ জানুয়ারি) দ্বিতীয় দিনের মতো দোকানপাট বন্ধ রেখে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট। বন্ধ রয়েছে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কার্গো জাহাজের পণ্য খালাস কার্যক্রম। সকাল থেকে দোকানপাট বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
আরও পড়ুন: দোকানে টাকা গুনছিলেন ব্যবসায়ী, তুলে নিয়ে গেল মুখোশধারীরা
শুক্রবার (৩ জানুয়ারি) রাত সাড়ে দশটার দিকে কালাইয়া বন্দরের মার্চেন্টপট্টি এলাকায় শিবু বণিকের দোকানের দুই কর্মচারীকে বেঁধে সাড়ে সাত লাখ টাকা লুট এবং ওই ব্যবসায়ীকে ট্রলারে করে অপহরণ করে নিয়ে যায় ডাকাতদল। শিবু বণিক কয়েকটি বড় কোম্পানির পণ্যের পরিবেশক। এছাড়া চাল, ডাল ও আটাসহ বিভিন্ন পণ্যের পাইকারি বিক্রেতা তিনি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘শিবু বণিককে উদ্ধারের জন্য পুলিশের কয়েকটি টিম মাঠে কাজ করছে। দোকানপাট খোলার বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চলছে।’
]]>