পটুয়াখালীতে বিএনপির দুপক্ষের হাতাহাতি

৫ দিন আগে
পটুয়াখালীর দশ‌মিনায় উপ‌জেলা বিএন‌পির দুইপ‌ক্ষের হাতাহা‌তির ঘটনা ঘ‌টে‌ছে। এসময় উভয়প‌ক্ষের ম‌ধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

রোববার (১১ জানুয়ারি) সন্ধ‌্যা উপ‌জেলা বিএন‌পির দলীয় কার্যালয়ের সাম‌নে এ ঘটনা ঘ‌টে।

 

দলীয় সূ‌ত্রে জানা গে‌ছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপির সাংগঠনিক বার্তা তৃণমূল নেতাকর্মীদের কাছে পৌঁছে দিতে বিকেল ৫টার দি‌কে দশমিনা বিএন‌পি কার্যাল‌য়ে সফরে আসেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন। তার সা‌থে জেলা বিএন‌পির সভাপ‌তি ও সাধারণ সম্পাদকসহ অন‌্যান‌্য নেতারা উপ‌স্থিত ছি‌লেন।

 

আরও পড়ুন: সরাইলে বিএনপি ও যুবদল নেতার সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ

 

এ সময় জেলা যুবদ‌লের সা‌বেক ভারপ্রপ্ত সাধারণ সম্পাদক, ম‌নোনয়ন প্রত‌্যাশী মো. শিপলু খান ও ছাত্রদল নেতা ইখতিয়ার কবির সমর্থিত নেতাকর্মীরা ‘তারেক রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত-চূড়ান্ত’ স্লোগান দেয়। প‌রে দল থে‌কে বহিষ্কৃত কে‌ন্দ্রীয় নেতা হাসান মামুনের সমর্থকদের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়।

 

পরে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও দশমিনা থানা পুলিশের হস্তক্ষেপে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আসে। বিকেল ৬ টার দিকে উপজেলা বিএনপির সভাপতি আবদুল আলিম তালুকদারের সভাপতিত্বে উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

আরও পড়ুন: ভোলায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ২৩

 

প্রসঙ্গত, পটুয়াখালী-৩ এই আস‌নে বিএন‌পির কাউকে ম‌নোনয়ন না দি‌য়ে গণঅ‌ধিকার প‌রিষ‌দের সভাপ‌তি নুরুল হক নুর‌কে সমর্থন দি‌য়ে‌ছে। পাশাপা‌শি বিএন‌পি থে‌কে ব‌হিষ্কৃত কে‌ন্দ্রীয় নেতা হাসান মামুনও স্বতন্ত্র প্রার্থী হিসা‌বে প্রতিদ্ব‌ন্দ্বিতা কর‌ছেন।

 

]]>
সম্পূর্ণ পড়ুন