পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাবনাবাদ নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন ওই এলাকার অনেক মানুষ। তবে ওই ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মাহতাব মিয়া ওই নদীতে বিশাল এলাকাজুড়ে খুটা জাল পেতে রাখেন। এতে দীর্ঘদিন ধরে অন্যান্য জেলেদের মাছ শিকারে সমস্যা হয়।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যার পর বিএনপি নেতা মাহতাব ও স্বপন খান কলাপাড়া থেকে চম্পাপুরের উদ্দেশে রওয়ানা দিলে রামাইখাল এলাকায় তাদের আটকানোর চেষ্টা করেন জেলেরা এবং স্বপন খানকে লাঠি দিয়ে আঘাত করেন।
আরও পড়ুন: নরসিংদীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১০, গাড়ি ভাঙচুর
বিষয়টি নিয়ে শনিবার সকাল ১০টার দিকে ওই একই এলাকায় ওই ইউনিয়নের সাবেক ছাত্রদল সভাপতি ফয়সাল হাওলাদার ৩নং ওয়ার্ড কৃষকদলের সাধারণ সম্পাদক রাজমনিকে মারধর করেন। পরে দুপুরে ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম বিল্লাহ ঘটনাস্থলে পৌঁছালে মাহতাব গ্রুপ ও ইউনিয়ন কৃষকদলের সাধারণ ফয়সাল মুন্সী গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আরও পড়ুন: আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩
এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম বিল্লাহ সময় সংবাদকে বলেন, ‘আমি বর্তমানে হাসপাতালে আছি, পরে আপনার সঙ্গে কথা বলব।’
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
]]>