পটুয়াখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ধরা ১২ মণ মাছ জব্দ

৫ দিন আগে
পটুয়াখালীর কলাপাড়ায় সাগর থেকে অবৈধভাবে আহরণ করা সাড়ে ১২ মণ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করেছে পায়রা বন্দরের কোস্টগার্ড।

সোমবার (১২ মে) শেষ বিকেলে কলাপাড়া পৌর শহরের লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছের মধ্যে রয়েছে পাঁচ মণ লইট্টা, তিন মণ ডাডি, তিন মণ টাইগার চিংড়ি ও দেড় মণ পোয়া। 

 

কোস্টগার্ড জানায়, এসব মাছ রাঙ্গাবালী উপকূলীয় এলাকা থেকে সংগ্রহ করে ঢাকায় পাঠানোর উদ্দেশ্যে কলাপাড়ায় আনা হচ্ছিলো। জব্দ মাছের বাজার মূল্য প্রায় এক লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

 

আরও পড়ুন: বরিশালে স্ত্রীকে মারধরের পর গলা টিপে হত্যার অভিযোগ

 

এ ব্যাপারে কলাপাড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, ‘প্রতিবছর ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সাগরে সব ধরনের মাছ ধরা, পরিবহন ও বিপণনে নিষেধাজ্ঞা জারি করে সরকার। ইলিশসহ সামুদ্রিক মাছের প্রজনন ও উৎপাদন বাড়াতেই এই পদক্ষেপ। কিন্তু কিছু অসাধু জেলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারে লিপ্ত হচ্ছে।’

 

তিনি আরও জানান, জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিমখানা, মাদ্রাসা ও হতদরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, নিষেধাজ্ঞা কার্যকরে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন