পটুয়াখালীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

১ দিন আগে
পটুয়াখালী শহরের পিটিআই রোড এলাকায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে মো. রাহাত (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

 বৃহস্পতিবার (৮ মে) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী জানান, শহরের পিটিআই সড়কে রজনীগন্ধা ভবনের পাশেই নির্মাণাধীন ছয়তলা ভবনের ওপরে কাজ করছিলেন রাহাত। এ সময় তিনি হঠাৎ নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আরও পড়ুন: মঠবাড়িয়ায় নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

নিহত রাহাতের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন আমখোলা ইউনিয়নে। 


এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা এলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন