পটুয়াখালীতে ডিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

২ সপ্তাহ আগে
পটুয়াখালী পৌরসভায় বিশেষ অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার (১৫ জুলাই) রাতে ৬ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন কামাল হোসেন (২৬) ও সোহেল মাতাব্বর (৩০)। দুজনেরই বাড়ি পটুয়াখালী পৌরসভার চরপাড়া, স্বনির্ভর রোড এলাকায়।

 

আরও পড়ুন: চান্দিনা পৌরসভার সাবেক মেয়র মফিজুল ইসলাম গ্রেফতার

 

গ্রেফতারকৃত কামাল হোসেনের পিতা সামছুল শিকদার ও মাতা মোর্শেদা বেগম। অপরদিকে, সোহেল মাতাব্বরের পিতা শাহ আলম মাতাব্বর এবং মাতা নিলুফা বেগম।

 

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দীন জানান, মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে আসামিদের নিজ নিজ বসতঘরে অভিযান চালানো হয়। অভিযানে কামালের কাছ থেকে ৪১ পিস এবং সোহেলের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, সর্বমোট ৫১ পিস। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন