রোববার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন এসে এমন তথ্য নিশ্চিত করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম।
ডিআইজি বলেন, ‘ডাকাতির ঘটনার পর থেকে পুলিশের অভিযান চলছে। তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে গোয়েন্দা সংস্থার একাধিক দল তদন্ত করছে। শিগগিরই জড়িতদের গ্রেফতার এবং ব্যবসায়ী শিবানন্দ রায় বণিককে উদ্ধারের চেষ্টা চলছে।
এ সময় তিনি কালাইয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সালাউদ্দিনকে ক্লোজড করার বিষয়টি সাংবাদিকদের জানান।
আরও পড়ুন: ঘুষের টাকা গুনে গুনে পকেটে নেয়া পুলিশের সেই এসআই ক্লোজড
এর আগে গত শুক্রবার রাতে সোয়া ১০টার দিকে কালাইয়া বন্দরে মার্চেন্টপট্টি এলাকায় কানু প্রিং ভান্ডারে ডাকাতির ঘটনা ঘটনা। ডাকাত দলের সদস্যরা দুই কর্মচারীকে বেঁধে প্রায় ৫ লাখ টাকা লুট করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে দোকান মালিক শিবানন্দ রায় বণিককে নদীতে পথে অপহরণ করে নিয়ে যান। এ ঘটনার দুদিন পার হলেও অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করতে পারেনি প্রশাসন।
এ দিকে, ঘটনার পর থেকে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে পৃথক পৃথকভাবে বিক্ষোভ, মানববন্ধন, প্রতিবাদ সভা করছেন ব্যবসায়ী সংগঠন, উপজেলা জামায়াতে ইসলামী ও বিএনপি।