রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাতে কালিকাপুর ইউনিয়নের মহাসড়কের পাশে অবস্থিত শাখাটির গেটে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে শাখার ভেতরে থাকা কর্মরতরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হন।
শাখার অফিস সহকারী শেখ বাহান উদ্দিন বলেন, রাত সাড়ে বারোটার দিকে সিকিউরিটি গার্ড বাঁশি বাজালে নিচে নেমে দেখি পরিত্যক্ত গেটের সামনে আগুন জ্বলছে। দ্রুত পানি এনে আগুন নিভাই। পরে পুলিশকে খবর দেয়া হয়। কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
আরও পড়ুন: রাতভর ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ
গ্রামীণ ব্যাংক ডিবুয়াপুর শাখার ব্যবস্থাপক হাফিজুর রহমান জানান, ‘হঠাৎ কিছু লোক এসে গেটের সামনে আগুন দিয়ে চলে যায়। বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। মামলার প্রস্তুতি চলছে।’
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।
]]>
১ সপ্তাহে আগে
৪






Bengali (BD) ·
English (US) ·