পটুয়াখালীতে ক্যাম্পে ঘুমন্ত র‌্যাব সদস্যের মৃত্যু

১১ ঘন্টা আগে
পটুয়াখালীতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৮ সিপিসি-১ ক্যাম্পে ঘুমন্ত অবস্থায় মনিরুজ্জামান (৩০) নামে এক র‍্যাব সদস্যের মৃত্যু হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে ব্যারাক থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ওই র‌্যাব সদস্যকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


মনিরুজ্জামান খুলনার পাইকগাছা উপজেলার মৌখালী গ্রামের মজিবুর রহমানের ছেলে। তিনি স্ত্রী ও তিন সন্তান নিয়ে নিজ গ্রামে বসবাস করতেন।


আরও পড়ুন: নারায়ণগঞ্জে শীর্ষ সন্ত্রাসীকে ধরতে গিয়ে ৩ র‌্যাব সদস্য আহত


সহকর্মীদের বরাতে জানা গেছে, সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত দায়িত্ব পালন শেষে ব্যারাকে ফিরে বিশ্রাম নিতে যান মনিরুজ্জামান। জোহরের নামাজের সময় ঘুম থেকে না ওঠায় সহকর্মীরা ডাকতে গেলে কোনো সাড়া না পেয়ে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। যেখানে জরুরি বিভাগের চিকিৎসক ডা. মশিউর রহমান তাকে মৃত ঘোষণা করেন।


আরও পড়ুন: বরিশালে র‌্যাবের ৩ ভুয়া সদস্যকে ধরল পুলিশ


র‍্যাব-৮ (বরিশাল) সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মো. রাশেদুল আহসান বলেন, ‘মনিরুজ্জামান অত্যন্ত ভদ্র ও ধর্মপ্রাণ সদস্য ছিলেন। সকালে ডিউটি শেষে তিনি সহকর্মীদের বলেন, জোহরের নামাজের সময় যেন তাকে ডেকে দেয়া হয়। পরে ডাকার পরও সাড়া না পেলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি প্রাথমিকভাবে স্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে।’

 

]]>
সম্পূর্ণ পড়ুন