পটুয়াখালীতে কারাগারে অসুস্থ হয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু

১ সপ্তাহে আগে
পটুয়াখালী জেলা কারাগারে অসুস্থ হয়ে জাফর হাওলাদার (৫৫) নামে এক সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে পটুয়াখালী ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জাফর হাওলাদার পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।


পারিবারিক সূত্র জানায়, ২০১৬ সালে দলীয় সিদ্ধান্তে তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। এরপর থেকে তিনি রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন না বলে দাবি তাদের।


কারা সূত্র জানায়, ১১ নভেম্বর রাতে ‘ডেভিল হান্ট’ নামে পরিচালিত অভিযানে পটুয়াখালীর বড় বিঘাই এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হয় বা কোন অভিযোগে তাকে নেয়া হয়েছে তা পরিবারকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি বলে অভিযোগ রয়েছে।


আরও পড়ুন: ছাত্রজনতার মিছিলে হামলা মামলার আসামির কারাগারে মৃত্যু


কারা কর্মকর্তারা জানান, সোমবার দুপুর দেড়টায় তিনি কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সেখানকার চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক সেবা দেয়ার পর তাকে পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাকে ইসিজি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থাতেই তিনি মারা যান।


জেলা কারাগারের জেল সুপার আতিকুর রহমান বলেন, ‘আসামি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার বিষয়ে স্বজনদের জানানো হয়েছে।’


তবে পরিবার দাবি, মৃত্যুর খবর তারা হাসপাতাল, কারাগার বা প্রশাসনের কাছ থেকে প্রথমে জানেনি। তারা ফেসবুক পোস্ট দেখে খবরটি জানতে পারেন। সেই অভিযোগকে কেন্দ্র করে পরিবারে তীব্র ক্ষোভ ও শোক বিরাজ করছে।


আরও পড়ুন: গাজীপুরে বলাৎকারের অভিযোগে গণধোলাই, কারাগারে ইমামের মৃত্যু


জাফরের ভাই মিজান হাওলাদার বলেন, ‘আমার ভাই আওয়ামী লীগ করতেন না, ২০১৬ সালেই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অথচ তাকে কেন ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার করা হলো তা কেউ জানায়নি। মৃত্যুর খবরও আমরা ফেসবুক দেখে জানতে পারি। আমাদের কাছে কারাগার থেকে কোনো ফোন আসেনি।’


জাফরের ভাগ্নি রুমা বেগম আরও কঠোর অভিযোগ করেন, ‘আমরা মনে করি মামাকে কারাগারে বসেই মারা হয়েছে। শুধু দেখানোর জন্য সদর হাসপাতালে আনা হয়েছে। মামা আওয়ামী লীগ করতেন না, অথচ আওয়ামী লীগের পরিচয় ব্যবহার করে তাকে আটক দেখানো হয়েছে। আমরা এই ঘটনার সঠিক তদন্ত চাই।’

]]>
সম্পূর্ণ পড়ুন