পটুয়াখালীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেফতার

২ দিন আগে
পটুয়াখালীর মির্জাগঞ্জ ইউনিয়নের আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ মে) রাত ৯টা ভোর ৫টা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতাররা হলেন, মির্জাগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম রাজ্জাক হাওলাদার (৪৫), মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. তুহিন হাওলাদার (৩৫) এবং মির্জাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তানভীরুল ইসলাম নেছার (২৫)।

 

আরও পড়ুন: নড়াইলে ছাত্র-জনতার মিছিলে হামলা, দুই ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৪

 

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টা  থেকে ভোর ৫টা পর্যন্ত মির্জাগঞ্জ ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। মাধবখালী ইউনিয়নের শিশুরহাট বাজারে সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর নির্বাচনী প্রচারণায় বাধা ও মারধরের ঘটনায় গত বছরের ২১ সেপ্টেম্বর দায়েরকৃত একটি মামলায় আমিনুল ইসলাম রাজ্জাক হাওলাদার ও মো. তুহিন হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে।

 

আরও পড়ুন: আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সাগর গ্রেফতার

 

এছাড়া মির্জাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তানভীরুল ইসলাম নেছারকে ২০২৩ সালে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রীর গাড়ি বহরে হামলার মামলায় গ্রেফতার করা হয়েছে। তাদেরকে মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন