বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সৈকতের জিরো পয়েন্টের পশ্চিমে পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা তাৎক্ষণিক আনোয়ারকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন: মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা
আহত আনোয়ার হোসাইন জানান, ধুলাস্বরের নয়াকাটা গ্রামের একটি মাছের ঘের নিয়ে কুয়াকাটার হারুন মৃধার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। এ ঘটনায় প্রায় এক মাস আগে আনোয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার বিকেলে কুয়াকাটায় সালিশ মীমাংসার কথা ছিল। কিন্তু আনোয়ার কুয়াকাটা এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে হারুন মৃধার নেতৃত্ব ১০ থেকে ১৫ জন অতর্কিত হামলা চালায়।
আরও পড়ুন: মাদক নিয়ে দ্বন্দ্ব: বাড্ডায় গুলিতে আহত আনোয়ারের মৃত্যু
এ বিষয়ে মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, বিষয়টি জেনেছি। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
]]>