বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল হালিকের নেতৃত্বে গঠিত কমিটিকে আগামী দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে। বিদ্যুৎকেন্দ্রের অপর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিদ্যুৎকেন্দ্রের প্রায় ২০ একর এলাকাজুড়ে থাকা স্ক্র্যাপ শেডে আগুন লাগে। মুহূর্তের মধ্যে লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। যা বহুদূর থেকেও দেখা যায়। আগুনের তীব্রতা দেখে আশপাশের এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব দুটি দমকল দল, নৌবাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে উদ্ধারকাজে অংশ নেয়। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন: এবার নিলামে উঠল এস আলমের স্টিল মিল, বিদ্যুৎকেন্দ্র ও ভোজ্যতেল কারখানা
আগুনে বিদ্যুৎকেন্দ্রের মূল উৎপাদন ইউনিট ও গুরুত্বপূর্ণ কোনো যন্ত্রপাতির ক্ষতি হয়নি। কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহও স্বাভাবিক রয়েছে। শেডে জমে থাকা কিছু পরিত্যক্ত লোহা-লক্কর ও স্ক্র্যাপ সামগ্রী পুড়ে গেছে বলে জানান প্রকৌশলী আশরাফ উদ্দিন।
তিনি আরও বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করেই পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার বিষয়েও পদক্ষেপ নেয়া হবে।
]]>