বৃহস্পতিবার (৩১ জুলাই) শেষ বিকেলে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের আমতলী পাড়া এলাকা থেকে তাকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে সোমবার রাতে ওই এলাকার একটি বিদ্যুতের খুঁটি থেকে দুইটি ট্রান্সফরমার চুরি হয়। চোরেরা একটি ট্রান্সফরমার নিয়ে গেলেও অন্যটি সেখানেই লুকিয়ে রাখে। বৃহস্পতিবার বিকেলে লুকানো ট্রান্সফরমারটি নিতে গেলে স্থানীয়রা আমির হোসেন (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করে।
আরও পড়ুন: কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল প্রজাতির মৃত ডলফিন
পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমির হোসেন বরগুনা জেলার কাকচিড়া এলাকার রাজিব নামের এক সহযোগীকে নিয়ে চুরির ঘটনা ঘটিয়েছেন বলে স্বীকার করেন। তিনি পটুয়াখালী জেলার মাদারবুনিয়া ইউনিয়নের গ্যারাখালী গ্রামের মৃত মালেক প্যাদার ছেলে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, ‘পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
]]>