পটিয়ায় বৈষম্যবিরোধী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অন্তত ১৫

৩ দিন আগে
চট্টগ্রামের পটিয়ায় জাতীয় নাগরিক পাটি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১ জুলাই) রাত ১১টার দিকে পটিয়া থানার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ১৫ থেকে ২০ জনকে পটিয়া উজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

শিক্ষার্থীরা জানায়, দ্বীপঙ্কর নামে এক ছাত্রলীগ নেতাকে ধরে পটিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে এনসিপি ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা। পুলিশ ওই ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার না দেখানোয় থানার সামনে নেতাকর্মীরা নানা স্লোগান দিতে থাকে। এ নিয়ে আন্দোলনকারী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের উত্তেজনা দেখা দেয় এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয় ১৫ থেকে ২০ জন। তাদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

আরও পড়ুন: আইনজীবী আলিফ হত্যা: চিন্ময় কৃষ্ণসহ ৩৮ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব নিজাম উদ্দিন জানান, রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সহ সভাপতি দ্বীপঙ্করকে গ্রেফতারের দাবি জানাই আমরা। পুলিশ তাকে গ্রেফতার না দেখানোয় সবাই বাইরে স্লোগান দিতে থাকি। পরে পুলিশ তিন চারটি ভ্যানে এসে আমাদের এলোপাতাড়ি লাঠি চার্জ করতে থাকে। এতে অনেকই গুরুতর আহত হয়। আমরা পাটিয়া থানার ওসির পদত্যাগ দাবি করছি।

 

জাতীয় নাগরিক পার্টি যুগ্ম আহ্বায়ক হাসান আলী বলেন, আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। যেসব পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত তাদের শাস্তির দাবি জানাই। আমরা থানার সামনে অবস্থান নেব।

 

আরও পড়ুন: আখতারকে রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

]]>
সম্পূর্ণ পড়ুন