শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় তেঁতুলিয়ার তেঁতুল তলায় এক পথসভায় এ কথা বলেন তিনি। এর আগে দিনব্যাপী চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে পঞ্চগড় জেলা জুড়ে লংমার্চ করেন তিনি। পরে বাংলাবান্ধার উদ্দেশ্যে রওনা করেন।
পথসভায় সারজিস বলেন, কোনো চাঁদাবাজ যারা চুরি করে বড় গলায় কথা বলে তাদের আমরা দেখে নিবো। তাদের কালো দাঁত ও কালসাপের চোখ আমরা উপড়ে ফেলবো। যারা ভালো তাদের ভালো বলবো। তবে খারাপদের আর জায়গা দিবো না।
আরও পড়ুন: নির্বাচনের মাধ্যমে যারা এক্সিট চান, মৃত্যু ছাড়া তাদের সেফ এক্সিট নেই: সারজিস
তিনি আরো বলেন, জুলাই অভ্যুত্থানে যারা মারা গেছে তারা কেউ রাজনীতিবিদ বা তাদের সন্তান নয়, যারা জীবন দিয়েছে তারা সাধারণ মানুষ, শ্রমিকের সন্তানেরা। অথচ এখন প্রত্যেক জেলায় ৪/৫ জন চাঁদাবাজ, চোরাকারবারি, সিন্ডিকেটকারি, মাদক ব্যবসায়ী, বাটপার রক্ত চুষে খাচ্ছে। তাদের বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
এর আগে লংমার্চে সারজিস আলম দুপুর থেকে পঞ্চগড় জেলা শহরের চিনিকল মাঠ থেকে এ লংমার্চ শুরু করেন তিনি। লংমার্চে পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে এনসিপি ও জাতীয় যুব শক্তির নেতাকর্মীরা অংশ নেয়। লংমার্চ চলাকালীন পথে পথে সাধারণ মানুষকে সচেতন করতে তিনটি পথসভা করেন তিনি।
আরও পড়ুন: মুলা, বেগুন মার্কা নির্বাচন কমিশনের রুচিবোধের প্রকাশ: সারজিস
চাঁদাবাজ, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির সাথে জড়িতদের কঠোর বার্তা দিতেই এই আয়োজন বলে জানান সারজিস আলম।
]]>