শনিবার (২ আগস্ট) রাতে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ঘাগড়া ও ময়দানদিঘী ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হকের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ঘাগড়া এলাকা থেকে হেলাল উদ্দিন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক হেলাল উদ্দিন ওই এলাকার মৃত হাসান আলীর ছেলে এবং পেশায় সাইকেল মেকানিক।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, হেলাল দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি ভারত থেকে ট্যাপেন্টাডলসহ বিভিন্ন মাদক এনে পঞ্চগড়সহ আশেপাশের এলাকায় সরবরাহ করতেন। হেলালকে পঞ্চগড় জেলার অন্যতম প্রধান মাদক ডিলার হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আরও পড়ুন: নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেফতার
সেনাবাহিনীর নিয়মিত টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হেলালকে হাতেনাতে আটক করে। জব্দ করা মাদকের বাজারমূল্য আনুমানিক চার লাখ টাকা বলে জানা গেছে।
অভিযান শেষে আটক হেলাল উদ্দিনকে বোদা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন জানান, হেলালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শনিবার দুপুরে তাকে আদালতে তোলা হবে।