পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

২ সপ্তাহ আগে
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বোরো ধান ক্ষেতে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে আব্দুল গণি (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (৩ মে) দুপুরে উপজেলার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া (শালবাহান রোড) নারায়ণগঞ্জ এলাকায় এ ঘটনাটি ঘটে।


নিহত কৃষক আব্দুল গণি একই এলাকার তাজিমদ্দীনের ছেলে।


স্থানীয় ও পরিবারের বরাত দিয়ে শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম সময় সংবাদকে বলেন, শনিবার সকালে নিজেদের বোরো ধান ক্ষেতে পানি সেচ দিতে বের হন কৃষক আব্দুল গণি। একসময় পানি সেচ দেয়া মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান তিনি। এদিকে দুপুর গড়িয়ে গেলেও কৃষক আব্দুল গণি বাড়িতে না ফেরায় তাকে খোঁজাখুঁজি করে তার পরিবারের লোকজন। পরে স্থানীয় আরেক কৃষক নিজেদের ক্ষেতে পানি দেয়ার জন্য মোটরের সুইচ দিতে গিয়ে ওই বৃদ্ধকে পড়ে থাকতে দেখে পরিবার ও স্থানীয়দের খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে কৃষক আব্দুল গণির মরদেহ উদ্ধার করেন তারা।


আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু


এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া সময় সংবাদকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন