নিহতরা হলো: আটোয়ারী উপজেলার চুচুলী পটেশ্বরী এলাকার সুজন ইসলামের মেয়ে ও টাঙ্গন ব্যারেজ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মুন্নি আরা (১৪), একই ইউনিয়নের অনিক চন্দ্র রায়ের ছেলে মোহন চন্দ্র রায় (৪) এবং সদর উপজেলার ফুঁটকিপাড়া এলাকার জহিরুল ইসলাম সোহাগের ছেলে আব্দুল্লাহ আলিম আদনান (৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, মুন্নি আরা গোসল করতে গিয়ে গভীর পানিতে ডুবে যায়। মোহন বাড়ির পাশে খেলার সময় ডোবার পানিতে পড়ে যায় এবং আদনান পুকুরে পড়ে মারা যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলেও কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: অবৈধ পথে ভারত যাওয়ার সময় স্বামী-স্ত্রীসহ আটক ৩
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সরকার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি, পৃথকভাবে অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।
]]>