রোববার (৬ জুলাই) বিকেলে পঞ্চগড় পৌরসভার আহমদনগড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল মামুন পঞ্চগড় পৌরসভার আহমদনগড় এলাকার গোলাম আহমদ প্রধানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে বাড়ির পাশের করতোয়া নদীতে গোসল করতে নামেন মাসুম আল মামুন। গোসল করতে গিয়ে দীর্ঘক্ষণ বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন।
আরও পড়ুন: জয়পুরহাটে পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর
পরে স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি করলেও মামুনের সন্ধান মেলেনি। এদিকে পঞ্চগড় ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেয়া হলে স্থানীয়দের সহায়তায় নদী থেকে ডুবন্ত অবস্থায় ব্যবসায়ী মামুনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।
তবে পরিবারসহ স্থানীয়দের ধারণা, ব্যবসায়ী মাসুম আল মামুন নদীতে গোসল করতে নেমে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান সময় সংবাদকে বলেন, নিহতের মরদেহ সুরতহাল করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় নিহতের পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
]]>