বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ফলাফল প্রকাশের পর থেকে এমন তথ্য জানা গেছে।
কলেজগুলো হলো: জেলার বোদা উপজেলার বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মাড়েয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ এবং তেঁতুলিয়া উপজেলার আলহাজ্ব তমিজ উদ্দীন কলেজ।
জানা গেছে, বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে ১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়ার কথা থাকলেও ৪ জন অনুপস্থিত ছিলেন। মাড়েয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নেয় মাত্র একজন শিক্ষার্থী, আর আলহাজ্ব তমিজ উদ্দীন কলেজ থেকে অংশ নেয় ৪ জন, যার মধ্যে ২ জন পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।
মাড়েয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সপেন্দ্রনাথ বর্মন বলেন, ‘আমাদের কলেজ শাখা গত ১৪ বছর ধরে এমপিওভুক্ত নয়। চার-পাঁচ বছর ধরে কোনো শিক্ষক নেই। এ কারণেই ফল ভালো হয়নি।’
আলহাজ্ব তমিজ উদ্দীন কলেজের অধ্যক্ষ হাসান আলী বলেন, ‘আমাদের কলেজ থেকে দুজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। দুজনেরই পাস করার কথা ছিল। আমরা ফল পুনর্নিরীক্ষণের (বোর্ড চ্যালেঞ্জ) আবেদন করব।’
আরও পড়ুন: নওগাঁয় ৫ কলেজের সবাই ফেল
অন্যদিকে বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নার্গিস পারভিন মৌসুমী বলেন, ‘ভর্তি হওয়ার পর বেশিরভাগ শিক্ষার্থীর বিয়ে হয়ে গেছে। এজন্য তাদের পড়াশোনা ব্যাহত হয় এবং কেউ পাস করতে পারেনি।’
একই সঙ্গে প্রতিষ্ঠানের ১২ জন শিক্ষক এমপিওভুক্ত না থাকার কথাও বলেন তিনি।
এ বিষয়ে পঞ্চগড় জেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হেলালী সময় সংবাদকে বলেন, ‘ওই তিনটি কলেজের ফলাফল কেন এমন হলো তার জন্য অধ্যক্ষদের শোকজ করা হবে। প্রয়োজনে কারণ জানতে সরেজমিনে গিয়ে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করা হবে। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি কিভাবে এড়ানো যায়, তা নিয়েও ব্যবস্থা নেয়া হবে।’
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর জেলায় কলেজ পর্যায়ে মোট ৬ হাজার ৭০৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৩ হাজার ৪৮৮ জন অকৃতকার্য হয়েছেন এবং ১০১ জন শিক্ষার্থী জিপিএ–৫ অর্জন করেছেন। সামগ্রিকভাবে পাশের হার দাঁড়িয়েছে ৪৮ দশমিক ১ শতাংশ।
এদিকে মাদ্রাসা পর্যায়ে মোট ৪০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন, যার মধ্যে ১৮৭ জন ফেল করেছেন এবং ১ জন জিপিএ–৫ পেয়েছেন। মাদ্রাসা পর্যায়ে পাশের হার ৫৩ দশমিক ২৫ শতাংশ।
তবে তিনটি কলেজে শূন্য পাসের ঘটনা জেলায় শিক্ষা ব্যবস্থা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

১ সপ্তাহে আগে
২







Bengali (BD) ·
English (US) ·