বৃহস্পতিবার (৮ মে) রাতে উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষ্মীরহাট বাজার সংলগ্ন চার তালার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হল: সঞ্জয় চন্দ্র রায় দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের ভুল্লী পাড়া এলাকার রাজকুমারের ছেলে এবং অনিক চন্দ্র রায় একই এলাকার অতুল বর্মণের ছেলে। সঞ্জয় পামূলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং অনিক লক্ষ্মীরহাটের একটি ওয়েলডিংয়ের দোকানে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সঞ্জয় সন্ধ্যায় বাজার খরচ করার উদ্দেশ্যে বাড়ি থেকে লক্ষ্মীরহাটে যায়। রাতে বাজার নিয়ে অনিকসহ বাইসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে লক্ষ্মীরহাট চার তলার মোড় এলাকায় পৌঁছালে পঞ্চগড় থেকে একটি ট্রাক তাদের পেছন থেকে চাপা দেয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ঝিনাইদহে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
এদিকে, স্থানীয়রা ঘাতক ট্রাক, ট্রাকের চালক ও সহকারীকে আটক করে রাখে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকসহ তাদের পুলিশি হেফাজতে নেয়।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে সময় সংবাদকে বলেন, ‘এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।’