শনিবার (২৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক মিয়া। তিনি জানান, গত ২০ জুলাই সদর থানায় লিখিতভাবে মামলাটি দায়ের করা হয়। এরপর ৫ জনকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, চলতি বছরের ১১ মে উপদেষ্টা পরিষদের বৈঠকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে ২৬ জুন পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নে কাজীপাড়া খামার বাড়িতে ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। আয়োজনে কেক কাটা, স্লোগান দেয়া, খাবার বিতরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় ১১০–১২০ জন নেতা-কর্মী উপস্থিত ছিলেন বলে অভিযোগ আছে।
এজাহারে আরও বলা হয়, এ আয়োজন থেকে রাষ্ট্রবিরোধী উসকানিমূলক বক্তব্য দেয়া হয় এবং সরকার পতনের ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনার আলামত পাওয়া গেছে। অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে দাবি পুলিশের।
আরও পড়ুন: তেঁতুলিয়ায় ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ইজিবাইক, যাত্রীর মৃত্যু
পুলিশ জানায়, ঘটনাস্থলে অভিযান চালালে অভিযুক্তরা পালিয়ে গেলেও কিছু গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়েছে।
এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলায় এখন পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’
পুলিশ বলছে, নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রম পরিচালনা ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।
]]>