পঞ্চগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে চালক নিহত

৩ সপ্তাহ আগে
পঞ্চগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে বিকাশ চন্দ্র রায় (২৬) নামে এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে দুজন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত বিকাশ একই ইউনিয়নের লক্ষপতিপাড়া গ্রামের জিতেন্দ্রনাথ রায়ের ছেলে।


হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম সময় সংবাদকে বলেন, চাষাবাদ শেষে ট্রাক্টরটি মাটির রাস্তা থেকে পঞ্চগড়-হাড়িভাসা আঞ্চলিক সড়কে ওঠার চেষ্টা করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসকে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে যায়। এ সময় ট্রাক্টরের নিচে চাপা পড়ে চালক বিকাশ নিহত হন।


আরও পড়ুন: বাবার চোখের সামনে ট্রাক্টরচাপায় প্রাণ গেল মেয়ের


স্থানীয়রা চালকসহ তিনজনকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক ডা. কাউসার আহমেদ বিকাশকে মৃত ঘোষণা করেন। তবে আহত নাহিদ (১৪) ও মিজানুর (৩৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


এ বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ।


আরও পড়ুন: শার্শায় ট্রাক্টরের চাকায় প্রাণ গেল স্ত্রীর, আহত স্বামী-সন্তান


তিনি বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে থানা পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’
 

]]>
সম্পূর্ণ পড়ুন