নিহত বিকাশ একই ইউনিয়নের লক্ষপতিপাড়া গ্রামের জিতেন্দ্রনাথ রায়ের ছেলে।
হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম সময় সংবাদকে বলেন, চাষাবাদ শেষে ট্রাক্টরটি মাটির রাস্তা থেকে পঞ্চগড়-হাড়িভাসা আঞ্চলিক সড়কে ওঠার চেষ্টা করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসকে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে যায়। এ সময় ট্রাক্টরের নিচে চাপা পড়ে চালক বিকাশ নিহত হন।
আরও পড়ুন: বাবার চোখের সামনে ট্রাক্টরচাপায় প্রাণ গেল মেয়ের
স্থানীয়রা চালকসহ তিনজনকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক ডা. কাউসার আহমেদ বিকাশকে মৃত ঘোষণা করেন। তবে আহত নাহিদ (১৪) ও মিজানুর (৩৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ।
আরও পড়ুন: শার্শায় ট্রাক্টরের চাকায় প্রাণ গেল স্ত্রীর, আহত স্বামী-সন্তান
তিনি বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে থানা পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’