শুক্রবার (২১ নভেম্বর) সকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রশিবিরের আয়োজনে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্টেডিয়ামে বাকৃবির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের জন্য ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি বলেন, এই প্রজন্মে অন্ধ আনুগত্য, ভাই পলিটিক্স চলবে না। এখন আর জোর করে মিছিলে নিয়ে যাওয়ার কথা বলারও সাহস কেউ পাবে না, ৫ আগস্টে এর কবর রচনা হয়ে গেছে।
জাহিদুল ইসলাম বলেন, বাঙালি সংস্কৃতির নামে কলকাতার সংস্কৃতি আমাদের ওপর চাপিয়ে দেয়া হয়েছিল। আমরা চাই আমরা আমাদের আত্মপরিচয় ও আত্মসম্মানের সংস্কৃতি চর্চা করতে। আমরা আমাদের স্বকীয়তা বুঝতে শিখেছি, নিজের সক্ষমতা বুঝতে শিখেছি। এটা বুঝেই আমরা ঠিক করবো কার সাথে বন্ধুত্বসুলভ আচরণ করব।
আরও পড়ুন: একপক্ষ নিজেরা অপকর্ম করে দায় চাপানোর রাজনীতি করছে: শিবির সভাপতি
দেশের শিক্ষার মানোন্নয়নে শিবিরের পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, ছাত্রশিবির ইতোমধ্যে ৩০ দফা শিক্ষা প্রস্তাবনা দিয়েছে। সরকার এটি বাস্তবায়ন করলে শিক্ষা, গবেষণা ও কারিগরি শিক্ষার মাধ্যমে পৃথিবীর বুকে আমরা অনেকদূর এগিয়ে যেতে পারব। বাংলাদেশ একটি অপার সম্ভাবনার জায়গা। আমাদের আছে প্রচুর সম্পদের উৎস। এসব উৎস নিয়ে ভাবলে, ব্লু ইকোনমি নিয়ে ভাবলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।

১ দিন আগে
৩






Bengali (BD) ·
English (US) ·