মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের উদয়ন স্কুল কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, পক্ষপাতদুষ্ট আচরণ করছে নির্বাচন কমিশন।
আরও পড়ুন: লাইভ আপডেট /ডাকসু নির্বাচন
ফরহাদ বলেন, নির্বাচনে আমরা বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করছি। বুথের ১০০ মিটারের মধ্যে লিফলেট বিতরণে নিষেধাজ্ঞা ছিল। কিন্তু ছাত্রদলের পক্ষ থেকে নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন করে অব্যাহতভাবে এসব ঘটনা ঘটছে। যারা লাইনে দাঁড়াচ্ছেন তাদের জন্যও এটি বিরক্তির কারণ বটে। বিষয়টি নির্বাচন কমিশনকে জানানোর পরেও তারা কোনো ব্যবস্থাগ্রহণ করছে না। এখনও তারা পক্ষপাতদুষ্ট আচরণ করছে।
ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য এ কথা তিনি আহ্বান জানান, ছাত্র-ছাত্রীরা অবশ্যই ভোটকেন্দ্রে আসুন আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিন।