মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে হাতির বাগান এলাকায় এ অভিযান চালানো হয়। এ অভিযানে অবৈধ সীসা তেল ও ফেইস ওয়াশও জব্দ করা হয়।
পদ্মা ও মধুমতি সেতু চালুর পর থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্তত ছয়টি জেলার প্রধান ট্রানজিট রুট হয়ে উঠেছে নড়াইল। নড়াইলের পথ ব্যবহার করে মাদক ও অবৈধ পণ্য পরিবহন করে অপরাধীরা।
এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত নড়াইল শহরের হাতির বাগান এলাকায় সেনাবাহিনী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়।
আরও পড়ুন: জামিন নামঞ্জুর, নড়াইলের সাবেক মেয়র ও যুবলীগ নেতা কারাগারে
পুলিশ জানায়, অভিযানে সেনাবাহিনী সদস্যরা বাস, ট্রাক, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহনে তল্লাশি চালান। এসময় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ১১টি মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়া, বিভিন্ন অপরাধে ১৪টি যানবাহনকে মামলার মাধ্যমে মোট ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, বেনাপোল থেকে ঢাকা গামী পরিবহনে তল্লাশি চালিয়ে ৮৮ পিস ভারতীয় অবৈধ সীসা তেল ও ২৮৮ পিস ফেইস ওয়াশ জব্দ করা হয়।
নড়াইল সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার মেজর এম এম জিল্লুর রহমানের তত্বাবধানে পরিচালিত এ অভিযানে জেলা ট্রাফিক বিভাগ ও নড়াইল সদর থানা পুলিশ সহযোগিতা করেছে।
]]>