নড়াইলে বিদ্যুৎ থাকবে না সাড়ে ১২ ঘণ্টা

১ সপ্তাহে আগে
নড়াইলের পুরো জেলায় শনিবার (১৮ অক্টোবর) টানা সাড়ে ১২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)।

শুক্রবার (১৭ অক্টোবর) রাতে ওজোপাডিকো নড়াইলের নির্বাহী প্রকৌশলী মো. আবু দারদা বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে, বুধবার (১৫ অক্টোবর) ওজোপাডিকোর নড়াইলের নির্বাহী প্রকৌশলী মো. আবু দারদা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

চিঠিতে বলা হয়, নড়াইল জেলার সম্মানিত বিদ্যুৎ গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় গ্রিডের উন্নয়নমূলক কাজের জন্য ওজোপাডিকো নড়াইল দফতরের আওয়াতাধীন সকল এলাকায় শনিবার (১৮ অক্টোবর) সকাল ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবারহ বন্ধ থাকবে।

 

আরও পড়ুন: শনিবার সিলেটের যেসব জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

 

অনিচ্ছাকৃত বিদ্যুৎ বিচ্যুতির জন্য নড়াইল বিদ্যুৎ সরবারহ কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। 

]]>
সম্পূর্ণ পড়ুন